বিপদে আল্লাহর রহমত

লেখক: মোঃ বোরহান উদ্দিন ভূইয়া

শিবিরের সাথে খুব বেশি একটা থাকা হয়নি। যতদিন ছিলাম উল্লেখযোগ্য কোন সুখস্মৃতি নেই। তারপরও একটা ছোট ঘটণা উল্লেখ করছি, ২০১২ সাল। কুবি ভর্তি পরীক্ষায় শিবিরের স্বাগত মিছিল হবে। একে একে ছাত্রদল, ছাত্রলীগ মিছিল করে গেল, প্রশাসণ কাউকে কিছু বলে নি। যখনই শিবির বার্ডের গেট থেকে মিছিল নিয়ে পলিটেকনিকের সামনে তথা ভার্সিটি রোড পর্যন্ত গেল তখনই পুলিশ বিনা উস্কানিতে রাবার বুলেট ছোড়া শুরু করে এবং মিছিল তখন ছত্রভঙ্গ করে দেয়।

সেদিন গুলি খেয়েছিলেন আব্দুল কাদের মৃধা ভাই, এবং আমি রাইফেল এর বারি খেয়েছিলাম। অবশ্য সেদিনের পত্রিকায় এসেছিলো আমারও গুলি লেগেছিল। যাইহোক, রাইফেলের অসমতল পৃষ্ঠের আঘাতে যখন আমার পিঠ থেতলে গিয়েছে আমার এখনো মনে আছে আমার একটু ব্যাথাও লাগে নি। আমি একদম সাধারনভাবেই উঠে পাশের একটা গলিতে আরো কয়েকজন ভায়ের সাথে একসাথে রুমে আসলাম। পরে তারা দেখে নিজেরাও অবাক সাথে সাথে আমিও। আরেকদিন দেখেছিলাম, ২০১৬ এর দিকে এক ভাইকে মিছিল শেষে ছাত্রলীগ মেরেছিলো পরে সে পায়ে হেটে হেটে রুমে আসছিলো আর গুনগুন করে গাইতেছিলো, কোন একদিন এদেশের আকাশে গানটি। হৃদয় ভরে গিয়েছিল সেদিন উনার মুখে গানটি শুনে.