আলোর পথে পদযাত্রা
লেখক: Zakaria Sheikh
২০১২ সালের মাঝামাঝি সময়কার কথা। কলেজ জীবনের শুরুতেই সংগঠন করার ইচ্ছা জাগে। ইচ্ছাটা দ্বীনের জন্য ছিলনা, ছিল আধিপত্তি বিস্তারের জন্য কেননা সব সময় শুনে এসেছি শিবির রগ কাটে তাদের দেখে মানুষ ভয় পায়। আল্লাহর রহমতে একদিন দাওয়াত পাই এক বন্ধুর মাধ্যমে। আমরা তিন বন্ধু সেদিন সমর্থক ফর্ম পূরণ করেছিলাম। মনে মনে ভয় ও পাচ্ছিলাম ভুল করলাম নাকি। কিছুদিন পরেই একটা প্রগ্রাম হলো এলাকার অদূরে। ভাইদের মুখে দ্বীনের কথা শুনেই ভালো লেগে গিয়েছিল। তারপর শুরু হয় দিন চর্চা। এভাবে আস্তে আস্তে কর্মী ও তার পড়ে সাথী হই। দ্বীন বোঝার জন্য ছাত্রশিবির হেদায়তের আলো হয়ে এসেছিল আমার জীবনে।