ছাত্রশিবিরের সমালোচনাকারীরা আমাকে ছাত্রশিবিরে নিয়ে এলো।

লেখক: মোঃ মামুন মিয়া

ছোটবেলা থেকে শিবির নামটি মাঝে মধ্যে আমার এলাকার কিছু মানুষের মুখে শুনি। শিবির নাকি মানুষকে পেলেই রগ কাটে। এবং সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করে। এসব শুনেই বড় হই। এসএসসি পরিক্ষা দেয়ার পর হঠাৎ এই সংগঠন সম্পর্কে জানতে ইচ্ছে হলো। ফেসবুক একাউন্ট খুলে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবি ভাই সহ আরো অনেক'কে ফলো করলাম এবং আরো কিছু শিবিরের ভাইদের সাথে এড হলাম। তাদের সাথে কথা বললাম। মাশাআল্লাহ এতো ভাল লাগলো তাদের ব্যবহার। আমি তাদের সাথে অনেকদিন যোগাযোগ রাখি। রগ কাটা তো দূরে থাক। এইসবের ছিটেফোটাও পেলাম নাহ। বরং দেখলাম কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়েও একটা ছেলে পাচ ওয়াক্ত নামাজ আদায় করে, কুরআন হাদিস নিয়মিত অধ্যায়ন করে, ইসলামী আন্দোলনের জন্য নিয়মিত কাজ করে। এই সুবাদেই কিছু বই পড়লাম। জানতে পারলাম ইসলামী আন্দোলন করা ফরজ। এবং এর পর শুরু করলাম একটু ভালভাবে গবেষনা এই সংগঠন সম্পর্কে। শিবির সম্পর্কে যে অপবাদ গুলো দিতো তার কিছুই পেলাম নাহ। বরং তাদের সাথে মিশে আমি আরো অন্যরকম কিছু শিখতে পেরেছি। যখনি দেখি কেউ ভাল কিছু করেছে বা বলেছে তখনি তাকে বলা হই শিবির। মূলত এই কারনেই আমি আরো বেশি অনুপ্রানীত হই এই সংগঠনে আসার। এবং শেষমেষ অনেক জেনেশুনে সংগঠনের মধ্যে আসলাম। এবং আমি সংগঠনে আসার পর নিজের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করেছি তা'তে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ। ভালোবাসি শহীদি কাফেলা, মেধাবীদের প্রানের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির'কে ।

লেখাঃ মোঃ মামুন মিয়া