শিবিরকে ছোটকালের উপলব্ধি

লেখক: মুহাম্মদ কাউছার হোসাইন

এক ছোট্ট হৃদয়ের উপলব্ধি। আমাদের সময় ক্লাস ফোরের ইসলাম শিক্ষায় স্বর্ণালী যুগের ইতিহাস পড়ানো হতো। ওমোর রা.এর অর্থ ব্যবস্থা পড়তে গিয়ে "বায়তুলমাল" শব্দটার সাথে পরিচিত হই। কিন্তু বিস্তারিত কিছুই জানা হয় নাই। এভাবে অনেক অজানার মাঝেই পাইনাল পরীক্ষা এসে গেলো। ইসলামিয়াত পরীক্ষার দিন হলে একেএকে প্রশ্নের উত্তর লিখছি। শেষে ছিলো পনের নাম্বারের একটা প্রশ্ন। তিনটা টিকা লিখতে হবে পাঁচটা থেকে। পড়ে দেখলাম দুইটা কমন পড়ছে। আর পারিনা। হাতেও সময় কম। বিসমিল্লাহ বলে শুরু করলাম। দুইটা টিকা লেখা শেষে ভাবছি, এখন কোনটা লিখবো? তো বাকী তিনটার মাঝে বায়তুলমাল শব্দটাও ছিলো।

এটা ছাড়া অন্যদুটা শব্দই ছিলো অপরিচিত। শেষে কি আর করবো! ইনিয়ে, বিনিয়ে, বানিয়ে বায়তুলমাল-ই লিখে দিলাম। ঘন্টা পড়ে গেছে। খাতা জমা দিয়ে বাড়ি আসলাম। যথারীতি গৃহশিক্ষকের কাছে আরেক দফা পরীক্ষা দেওয়া। স্যার দেখলেন একমাত্র শেষের প্রশ্নটাতেই একটি টিকা আনকমন আছে। তিনি এটাই জানতে চাইলেন এখান থেকে কোনটা কোনটা দিয়েছি। আমার উত্তর দিতে দেরি হওয়ায় তিনি বললেন, তুমি তো বায়তুলমাল সম্পাদক! এটা নিশ্চয়ই দিয়েছ। আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ।

যেহেতু স্যার আমাকে এটা পড়াননি, তাই কৌতুহল থেকেই জানতে চাইলেন, কী লিখেছি। আমি সংগঠনের জায়গায় রাষ্ট্র দিয়েই দু/এক লাইন শুনিয়ে দিলাম। শুরুটা এখনও মনে আছে। আমি লিখেছিলাম_ "বায়তুলমাল হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের নাম। বিভিন্ন যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের অংশ, বিজাতি থেকে আদায়কৃত জিজিয়া কর এবং ধনী ব্যক্তিদের দানের সমন্বয়ে মায়তুলমাল গঠিত হতো।.... " যদিও ভয়ে ভয়ে উত্তর দিয়েছিলাম, পরে বইয়ের সাথে মিলিয়ে দেখি কিছু বাদ গেলেও মিথ্যা হয়নি। তখন ছোট্ট হৃদয়ে একটাই উপলব্দি হয়েছিলো_ শিবির, আমার প্রয়োজনেই আমাকে শিবির করতে হবে। সেই থেকেই আমি শিবির।

I Support Shibir. #ISupportShibir.